‘দ্য প্রেজেন্ট’ নাটকটি দিয়ে ব্রডওয়ের মঞ্চে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে অভিনেত্রী কেইট বø্যানচেটের।
আন্তন চেখভের প্রথম নাটক ‘প্লাতনভ’ অবলম্বনে ‘দ্য প্রেজেন্ট’এর মঞ্চনাট্যরূপ দিয়েছেন কেইটের নাট্যকার স্বামী অ্যানড্রু আপটন। অস্ট্রেলিয়াতে গত গ্রীষ্মে সোল্ডআউট মঞ্চায়নের পর ব্রডওয়ের গ্রেট হোয়াইট ওয়ে মঞ্চে নাটকটি বছরের শেষে মঞ্চস্থ হবে। সিডনি থিয়েটার কোম্পানিতেই কেইট প্রথম নাটকটিতে অভিনয় করে। এখান তার স্বামী ছিলে শিল্প পরিচালক।
অস্ট্রেলিয়াতে একই মঞ্চে ২০১২ সালের ‘ক্যারল’ নাটক মঞ্চায়নে তার সহঅভিনেতা রিচার্ড রক্সবার্গ ব্রডওয়েতে তাকে সঙ্গে দেবেন। সিডনি থিয়েটার কোম্পানির জন্য চেখভের ‘আঙ্কল ভানিয়া’ অবলম্বনে এই নাটকটি নাট্যরূপ দিয়েছিল আপটন। ‘দ্য প্রেজেন্ট’ নাটকটির পটভূমি ১৯৯০ দশকের এক শহরতলির বাড়ি। যেখানে বন্ধুরা এই বিধবার জন্মদিন পালক করার উদ্দেশে সেই বাড়িতে এক হয়। এই বিধবার ভূমিকায় অভিনয় করছেন কেইট। আর এতে বক্রোক্তিপরায়ণ প্লাতনভের ভূমিকায় অভিনয় করছেন রক্সবার্গ। নাটকটি পরিচালনা করছেন ‘ব্রæকলিন’ চলচ্চিত্রের পরিচালক জন ক্রাউলি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন