বিনোদন ডেস্ক : তিন বছর পর তৌসিফ ও ইশানা একসঙ্গে কাজ করলেন। সম্প্রতি নির্মিত ফোকাল পয়েন্ট নামে একটি একক নাটকে তারা অভিনয় করেন। এটি রচনা করেছেন হারুন রুশো এবং নির্মাণ করেছেন তারিক আল হারুন। ইশানা বলেন, ‘তৌসিফের সঙ্গে তিন বছর পর কাজ করে খুবই ভালো লেগেছে। অভিনয়ে তৌসিফ এখন খুব ভালো করছে। আমাদের এই কাজটি খুব ভালো হয়েছে। আমি খুবই আশাবাদী কাজটির সাফল্য নিয়ে।’ তৌসিফ বলেন, ‘অভিনয়ে যখন আমি একেবারেই নতুন তখন ইশানার সঙ্গে প্রথম কাজ করি। প্রথম কাজেই তার আন্তরিকতায় মুগ্ধ হয়েছিলাম। নতুন হিসেবে আমি তখন নার্ভাস থাকলেও ইশানা আমাকে খুব সহযোগিতা করেছিলে।’ পরিচালক তারিক আল হারুণ জানান, কোরবানির ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। উল্লেখ্য, ইশানা ও তৌসিফ তিন বছর আগে রুদ্রর নির্দেশনায় ‘বø্যাক ম্যাজিক’ নাটকে প্রথম অভিনয় করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন