বিনোদন ডেস্ক : অপরাধ বিষয়ক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা’। এর প্রতি পর্বে ঘটে যাওয়া সত্য ঘটনা নাটকীয়ভাবে উপস্থাপন করা হবে। ২৩ জুলাই থেকে প্রতি শনিবার রাত ৮:৪৫ মিনিটে ধারাবাহিকটি প্রচার হবে এটিএন বাংলায়। ধারাবাহিকের প্রত্যেকটি ঘটনা যে থানায় ঘটেছে, সেই থানায় চিত্রগ্রহণ এবং ঘটনার চরিত্র অনুযায়ী চিত্রায়িত করা হয়েছে। আবেগ আর রিপু তাড়িত না হয়ে বিবেককে সদা জাগ্রত রাখার চেষ্টা আর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধিতে সতর্ক করাই ধারাবাহিকটির উদ্দেশ্য। সেইসাথে রাষ্ট্রীয় দায়বদ্ধতা প্রশাসনের ভালো কাজ তুলে ধরা হবে এ ধারাবাহিকে। এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন জুয়েল মাহমুদ, তথ্য সংগ্রহে রয়েছে এবিএম সুজন। সার্বিক তত্ত¡¡াবধায়নে মো. আশরাফ উল ইসলাম পিপিএম। প্রথম গল্পে দেখা যাবে, সিএনজি ছিনতাইয়ের একটি চক্র সংঘবদ্ধ চক্র চাটখিল নিবাসী সিএনজি চালক নজরুলকে গভীর রাতে হত্যা করে বাঁশ ঝারের বাঁশের সাথে ঝুলিয়ে রেখে সিএনজি নিয়ে যায়। পুলিশ প্রযুক্তিগত দক্ষতা দিয়ে সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেফতার করে। এই গল্পে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরান। এছাড়া আরো অভিনয় করেছেন ওসি মো. আশরাফ উল ইসলাম পিপিএম, আকাশ আহমেদ, সাদ্দামসহ আরো অনেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন