শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

যৌথ প্রযোজনার নামে কলকাতার সিনেমা আমদানির বিরুদ্ধে আন্দোলন

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রগুলোতে নীতিমালা লঙ্ঘন এবং কলকাতার সিনেমা বাংলাদেশের বাজারে প্রদর্শনের বিরোধিতা করে আন্দোলনে নামছে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। আজ দুপুর ১২টায় সংগঠনগুলো কারওয়ান বাজারে মানববন্ধন করবে। গত সোমবার দুপুরে বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতিতে এক জরুরি সভা থেকে এই কর্মসূচি ঘোষণা দেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন পরিচালক সমিতি, শিল্পী সমিতি, সহকারী পরিচালক সমিতি, ব্যবস্থাপনা সমিতিসহ সব সংগঠনের নেতারা। উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, শিল্পী সমিতির সহ-সভাপতি ওমর সানি, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ আরো অনেকে। এসময় চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, অতীতে আমরা হিন্দি সিনেমার প্রবেশ ঠেকাতে কাফনের কাপড় নিয়ে রাস্তায় নেমেছিলাম। বিষয়টি নিয়ে আমার এবং সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজারের নামে মামলা হয়েছে। এখনো আমরা মামলা বয়ে বেড়াচ্ছি, নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছি। তিনি বলেন, এবারও যৌথ প্রযোজনার নামে যে প্রতারণা চলছে, সিনেমা বিনিময়ের নামে কলকাতার সিনেমা চালানোর যে চেষ্টা চলছে, তা আমরা হতে দেব না। এতে গুটি কয়েকজন মানুষ লাভবান হলেও গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে পড়েছে। এটা আমরা হতে দেব না। আমরা চলচ্চিত্রের সব সংগঠন মিলে মানববন্ধন করব। বিক্ষোভ মিছিল করব। আর সেখানেই পরবর্তী আন্দোলন-কর্মসূচির ঘোষণা দেয়া হবে। উল্লেখ্য, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাগুলোতে বাংলাদেশের পরিচালকের নাম পোস্টার, ব্যানার ও ট্রেইলারে ব্যবহার করা হয় না। ব্যবহার হলেও অত্যন্ত সীমিত আকারে ব্যবহার করা হয়। সমানুপাতিক হারে অভিনয়শিল্পী ও কলাকুশলীও নেয়া হয় না। এসব অনিয়ম এবং বাংলাদেশের বাজারে কলকাতার সিনেমার প্রবেশ ঠেকাতেই আন্দোলনে নামছে সংগঠনগুলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Touhidul Islam Shawon ২০ জুলাই, ২০১৬, ১২:৪৮ পিএম says : 0
বাংলাদেশকে গ্রাস ও ধংস করার নতুন অপকৌশল হচ্ছে যৌথ প্রযোজনা।এর নাম করে রীতিমতো বাংলাদেশকে ঠকানো হচ্ছে।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন