আসন্ন বর্ষার প্রস্তুতি হিসেবে সারাদেশে নদী ভাঙন রোধে চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ নির্মাণ ও বাঁধ রক্ষার কাজ অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
বুধবার সকালে শরীয়তপুরের নড়িয়ার নদী তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপমন্ত্রী বলেন, নিকটবর্তী সময়ের বন্যাই আমাদের অন্যতম চ্যালেঞ্জ। করোনা সংকটে সাময়িকভাবে মাঠ পর্যায়ের কাজ স্থগিত থাকলেও বর্ষা সমাগত হওয়ায় এখন দেশের চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভাঙন প্রবণ এলাকায় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কন্ট্রাক্টরদের সঙ্গে সমন্বয় করে কাজ অব্যাহত রাখতে হবে। সবার স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, জীবাণুনাশক নিশ্চিত করে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ অব্যাহত রাখতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন