বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের মুখে স্থায়ী হাসি দেখতে চান : এনামুল হক শামীম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ৮:৫৭ পিএম

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের মুখে স্থায়ী হাসি দেখতে চান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এমনকি বাংলাদেশি খাদ্য বিদেশেও রফতানিও করা হয়।
শামীম আরো বলেন, দেশের কৃষিতে হাওরের মানুষের অনেক অবদান রয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) হাওরের মানুষের মুখে হাসি ফোটানোর জন্যও কাজ করছেন।
একেএম এনামুল হক শামীম আজ জেলার নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে কৃষক সমাবেশ ও সেচ যন্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক (কৃষি) মো. মাতলুবুর রহমান ও নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
hassan ২২ অক্টোবর, ২০২২, ৯:২২ পিএম says : 0
সবাইকে বাঁশ দিচ্ছে আর উনারা খালি চাপাবাজি করেই যাচ্ছে দেশের অবকাঠামো যদি থাকতো তাহলে আজকে আমাদের কৃষকরা ইংল্যান্ড আমেরিকার কৃষকদের মতো বড় লোক থাকতো
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন