শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বঙ্গবন্ধুকে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নের প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা: এনামুল হক শামীম

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ৬:০৮ পিএম

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নের প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা। জাতির পিতা বঙ্গবন্ধু যাকে রেণু নামে ডাকতেন, সেই রেণু বঙ্গবন্ধুর জীবনে সুরভিত হয়ে উঠেছিলেন।’

মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতা’ শীর্ষক স্মারক বক্তৃতায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

এই সময় উপমন্ত্রী আরও বলেন, ‘নীতির প্রশ্নে বঙ্গবন্ধু কখন আপোষ করেননি। বঙ্গমাতার নেপথ্যে থেকে আপোষ না করার পরামর্শ দিয়েছেন। বঙ্গমাতা পরিবার, সংসার সামলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছেন। আর্থিক সহায়তা দিয়েছেন। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদেরকে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলেছেন।’

উপমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতার কাছ থেকে মানবিক ও নারী নেতৃত্বের গুণাবলি শিখেছেন। প্রধানমন্ত্রীর বিশ্বমানের নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত হচ্ছে।’

উপমন্ত্রী শিক্ষার উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, সরকার শিক্ষার উন্নয়নে প্রত্যেক জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিচ্ছে। সেশনজট দূরকরণে পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা আগে এরশাদ ভ্যাকেশন, খালেদা জিয়া ভ্যাকেশন দেখেছি। যা এখন দেখতে হচ্ছেনা।’

এই সময় উপমন্ত্রী বাংলাদেশের জনমানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ভার্চুয়ালি অনুষ্ঠিত এই স্মারক বক্তৃতায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের প্রতিক্ষণে বঙ্গমাতা উজ্জ্বলভাবে আছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমৃত্যু সঙ্গী ছিলেন। বঙ্গবন্ধুর প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ তিনি অনুসরণ করেছেন। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু এবং জাতির পিতা হয়ে উঠার পেছনে বঙ্গমাতা অবদান রেখেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মাতা এবং অনুপ্রেরণাদায়ী নেত্রী হয়ে উঠার আদর্শ ও শিক্ষা বঙ্গমাতার কাছ থেকে পেয়েছেন। দুইজন আদর্শ নেতা গড়ে উঠার পেছনে তাঁর অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম ও প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুজিবুর রহমান। স্মারক বক্তৃতার এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন হলের প্রভোস্ট, অফিস প্রধান, শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরিচালক অধ্যাপক এম মেসবাহ উদ্দিন সরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন