শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইরফান খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ৪:৪৭ পিএম

বলিউডের শক্তিশালী ও জনপ্রিয় অভিনেতা ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। প্রিয় সতীর্থের অকাল মৃত্যুতে হতাশ বলিপাড়া। ইরফানের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন তারকারা।

এই অভিনেতার মৃত্যুর খবর পেয়ে সবার আগে নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোষ্ট শেয়ার করেন বলিউডে বিগ বি অমিতাভাভ বচ্চন। তিনি লিখেছেন, ‘একটি অবিশ্বাস্য প্রতিভা .. একজন দয়ালু সহকর্মী। সিনেমা জগতের একটি দুর্দান্ত অবদান। খুব শীঘ্রই আমাদের ছেড়ে চলে গেলেন একট বিশাল শূন্যতা তৈরি করে। প্রার্থনা ও দোয়া!’

চলচ্চিত্র নির্মাতা সুজিত সরকার তার প্রিয় বন্ধুর মৃত্যুতে মর্মাহত। টুইটে তিনি বলেন, ‘আমার প্রিয় বন্ধু ইরফান। আপনি লড়েছেন এবং যুদ্ধ করেছেন। আমি আপনার জন্য সর্বদা গর্বিত থাকব। আমরা আবার দেখা করব। সুতপা ও বাবিলের প্রতি সমবেদনা। আপনারাও অনেক চেষ্টা করেছেন। সুতপা আপনি এই লড়াইয়ে সব কিছু উজার করে দিয়েছিলেন। সবার মাঝে শান্তি বিরাজ করুক। ইরফান আপনাকে স্যালুট!’

ইরফানের হারটা কিছুতেই মানতে পারছেন না আরেক মৃত্যু পথযাত্রী অভিনেত্রী মনিষা কৈরালা। টুইটারে তিনি জানান, ‘ইরফান তোমার সাথে আমি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছে। সেসব কথাগুলো এখন শুধুই স্মৃতি। তোমার বিকল্প কোনও বন্ধু পাওয়া মুশকিল। আর তোমার সেই সব অবিস্মরণীয় কাজ আমাদের সবার হৃদয়ে থাকবে চিরকাল।’

ক্যানসারকে জয়ী আরেক অভিনেত্রী সোনালি বেন্দ্রেও। টুইটারে সোনালি লিখেছেন, ‘ইরফান, তুমি যে অভিনয়ের ঘরানার জন্ম দিয়েছিলে, তার মধ্যেই বেঁচে থাকবে তুমি।’

প্রযোজক করন যোহর এক টুইট বার্তায় বলেন, ‘সেই অদম্য চলচ্চিত্রের স্মৃতিগুলির জন্য আপনাকে ধন্যবাদ। শিল্পী হিসাবে অপ্রতিরোধ্য প্রতিভা উত্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সিনেমাকে সমৃদ্ধ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে ভীষণভাবে মিস করব ইরফান কিন্তু আপনার উপস্থিতির জন্য সর্বদা অপরিসীম কৃতজ্ঞ থাকব। আমাদের জীবন ও সিনেমা। আপনাকে সালাম।’

মডেল ও অভিনেত্রী পরিনতী চোপড়া বলেন, ‘ইরফান স্যার, আপনি সবচেয়ে ভালো ও দুর্দান্ত লোক ছিলেন। আপনার সাথে প্রতিটি মিথস্ক্রিয়াই স্মরণীয় হয়ে থাকবে। বিশ্ব হারিয়েছে সবচেয়ে মেধাবী অভিনেতা, সেরা মানুষ এবং একজন সত্যিকারের যোদ্ধাকে !! আপনার পরিবারের প্রতি আমার সমস্ত ভালবাসা এবং সমবেদনা।’

‘ডুব’ সিনেমাতে অভিনয়ের সুবাদে ইরফানের সঙ্গে পরিচয় হয়েছিলো ঢাকার সিনেমার পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকীর। তিনি বলেন, ‘দিনটি শুরু হলো অবিশ্বাস্য খারাপ খবর দিয়ে। এতো খারাপ খবর যে কিছুই বলার নেই। খবরটি শুনার পর কিছুক্ষণ নির্বাক হয়েছিলেন তিনি। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। ইচ্ছে হচ্ছিলে উড়ে গিয়ে শেষ দেখাটা দেখে আসতে। কিন্তু সেটা সম্ভব নয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন