শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফেনীতে ১৫ হাজার গরীব অসহায়,কর্মহীনকে খাদ্যসামগ্রী দিলেন শেখ আবদুল্লাহ

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৯:০৫ পিএম

ফেনীতে ৩ উপজেলার ১৫ হাজার গরীব,অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি ও জেলা আ’লীগের সদস্য আলহাজ্ব শেখ আবদুল্লাহ। ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের তার নিজ গ্রাম ধলিয়া চকবস্তা মাদ্রাসার মাঠে আজ সকালে (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) তিন উপজেলার নেতাকর্মীদের নিকট এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম,পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, ফুলগাজী নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম,আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার সহ উপজেলা থেকে আগত নেতাকর্মীবৃন্দ। ত্রাণসমাগ্রী বিতরণকালে শেখ আবদুল্লাহ বলেন,দেশে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে ফেনী-১ সংসদীয় আসনে তিন উপজেলায় গরীব, মধ্যবিত্ত,কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষজন সীমাহীন কষ্ট করছে। তাদের কথা চিন্তা করে আমি আজ প্রাথমিক পর্যায়ে তিন উপজেলায় ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। এই দুর্যোগ মহামারী যতদিন থাকবে ততদিন গরীব দুঃখী মানুষের জন্য আমার খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন