শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুয়াকাটায় কর্মহীন জেলে পরিবারের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ৩:২৯ পিএম

সমুদ্রে সরকার ঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন ৫০ জেলে পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় কুয়াকাটা সৈকত সংলগ্ন জেলে পল্লীর জেলেদের বাড়ি বাড়ি গিয়ে পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাসের ৭তম পদাতিক ডিভিশনের উদ্যোগে ৭ আর্টিলারি ব্রিগেডের ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনা সদস্যরা এসব সহায়তা পৌঁছে দেন। লে. কর্ণেল মোহাম্মদ আমিনুল ইসলাম (পিএসসি) উপস্থিতিতে সেনা সদস্যরা প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ২ কেজি সয়াবিন ও ১ কেজি লবন বিতরণ করেন । লে. কর্ণেল মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় মানুষের মাঝে এ ধরণের সহায়তা অব্যহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন