রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাতিলই হচ্ছে ডিপিএল!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মে, ২০২০, ৭:৪৩ পিএম | আপডেট : ৯:০২ পিএম, ২ মে, ২০২০

ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ পর্যন্ত বাতিলই হয়ে যাচ্ছে। শনিবার এমন আভাসই দিয়েছেন ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন।

প্রাণঘাতি করোনাভাইরাসের ভয়বহতা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বের সব দেশের মতো বাংলাদেশেও এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। দেশের মানুষ এখন ঘরবন্দি। সবাই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক, করোনামুক্ত থাকার সংগ্রামে ব্যস্ত। এই সংকটময় পরিস্থিতিতে ক্লাব ক্রিকেট লিগ শুরুর প্রশ্নই ওঠে না। বর্তমান পরিস্থিতিতে কেউ ডিপিএল শুরুর কথা ভাবছেনও না। আয়োজক সিসিডিএম লিগ শুরু নিয়ে কি ভাবছে? এ প্রশ্নের উত্তর খুঁজতে সিসিডিএম সদস্য সচিব আলী হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন,‘মার্চে যে লিগটি শুরু হয়েছিল তা ২০১৯-২০ ডিপিএল। এ লিগ শুরু ও শেষের একটা সময়সীমা আছে। অর্থবছরের মত এই বর্ষপঞ্জিও জুন থেকে জুন। সর্বোচ্চ জুলাই পর্যন্ত টানা যায়। তাই আগামী জুন, না হয় সর্বোচ্চ জুলাই মাসের মধ্যে লিগ শেষ করা জরুরি। করোনা দুর্যোগে এই সময়ের মধ্যে লিগ পুনরায় শুরু ও শেষ করা খুবই কঠিন হবে বলে মনে হচ্ছে।’

আলী হোসেন যোগ করেন, ‘ওই সময়ের মধ্যে লিগ শেষ না হলে ২০১৯-২০ মৌসুমের ইতি ঘটবে। অন্তত জুলাইয়ের মধ্যে লিগ শেষ করতে পারলেও ২০১৯-২০২০ লিগ বলে তা পরিগণিত হবে। কিন্তু তারপর খেলা মাঠে গড়ানো মানে ২০২০-২১ লিগ হয়ে যাওয়া।’

তিনি আরো বলেন, ‘সিসিডিএম যেহেতু ক্লাবগুলোর সংগঠন এবং প্রিমিয়ার লিগ ১২ ক্লাবের আসর, তাই তাদের মত সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। যদি সেপ্টেম্বর-অক্টোবরের আগে লিগ শুরু করা সম্ভব না হয়, তাহলে এই লিগ মানে ২০১৯-২০ বাতিল হবে নাকি ২০২০-২১ বলে পরিগণিত হবে- তা ক্লাবগুলো বসেই ঠিক করবে। সিসিডিএমের সভায় ক্লাবগুলো বসে যে সিদ্ধান্ত নেবে, সেটাই সুপারিশ আকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পাঠানো হবে। তখন বিসিবিই ঠিক করবে, লিগ সেপ্টেম্বর-অক্টোবরে গড়ালে কী হবে?’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন