শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাজীপুরে শিশু অপহরন করে হত্যাঃ প্রধান আসামী বন্ধুক যুদ্ধে নিহত

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ১২:৩৪ পিএম

গাজীপুরে ভাড়াটিয়া কতৃক বাড়ীর মালিকের ছেলেকে অপহরন ও হত্যা মামলার প্রধান আসামী র‌্যাবের সাথে বন্ধুক যুদ্ধে নিহত হয়েছে।
রবিবার রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে শিশু আলিফ হত্যা মামলার প্রধান আসামী জুয়েল আহমেদ সবুজ নিহত হয়।
র‌্যাব-১, পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার রাতে নগরীর পূবাইল এলাকা থেকে আলিফ হত্যাকাণ্ডে জড়িত জুয়েলের বন্ধু সাগরকে আটক করা হয়। রবিবার দুপুরে সাগর হত্যাকাণ্ডের বর্ণনা দেয়। পরে তার দেয়া তথ্যমতে নিজ বাড়ির ঝুটের গুদাম থেকে শিশু আলিফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। রবিবার রাতে কোনাবাড়ী এলাকায় জুয়েলকে গ্রেফতার করতে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালান জুয়েল। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন