ব্যাক আইড পিজ ব্যান্ডের তারকা গায়ক উইল.আই. অ্যাম তার আই.অ্যাম.এঞ্জেল ফাউন্ডেশনের মাধ্যমে ৭৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর কলেজে পড়ার খরচ চালাচ্ছেন। তার অলাভজনক প্রতিষ্ঠানটি তরুণদের কলেজে যাবার সুযোগ করে দিচ্ছে এবং আর্থিক সহায়তা যোগান দিচ্ছে। তিনি মনে করেন যাদের পড়ার খরচ চালাচ্ছেন তারা তার পরিবারের সদস্যের মত। উইল.আই.অ্যাম ওরফে উইলিয়াম অ্যডামস বলেন : “আমি এই শিক্ষার্থীদের কলেজে পাঠাচ্ছি আর আমার নেটওয়ার্কের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি নিশ্চিত করছি যাতে তারা জীবনে সাফল্য লাভ করতে পারে। আমি তাদের পরিবার হিসেবে গণ্য করি, আমি এই বছর ৭৫০ জনকে সহযোগিতা করব।” ‘আই গটা ফিলিং’ গায়ক বলেন : “গত বছরটি ছিল আমার জন্য গর্ব করার মত, আমরা শিক্ষার্থীদের ব্রাউন, স্ট্যানফোর্ড, এবং ডার্টমাউথের মত প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছি, এগুলো আইভি লিগ কলেজের মত অসাধারণ প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের প্রায় সবাই অনুন্নত এলাকা থেকে এসেছে।” কোভিড-১৯ নিয়ে এই র্যাপ গায়ক বলেন, লকডাউন উঠে গেলে সব নাটকীয়ভাবে বদলে যাবে। তিনি বলেন : “পৃথিবী আগের মত রইবে না।” তিনি বলেন : “আমি ভিন্ন ভিন্ন জাতি, সংস্কৃতি আর সমাজের অনেক মানুষের পাশে দাঁড়াতে চাই।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন