শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় এক পরিবারে ১২ জন আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১২:০২ এএম

ব্রাহ্মণবাড়িয়ার করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার মধ্যেই হঠাৎ করে একদিনে সর্বোচ্চ ১১ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে জেলার নবীনগরে উপজেলার জাফরপুর গ্রামে একই পরিবারের ১০ জন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ গ্রামের পরিবারটির ২ জন সদস্য আগেই করোনা আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে রয়েছে।

সোমবার পরিবারটির আরো ১০ জনসহ মোট ১২ জন আক্রান্ত হলো। সিভিল সার্জন মো. একরাম উল্লাহ আক্রান্ত হওয়ার বিষয় সোমবার নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭ জন। এর মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এখন ১৯ জন জেলা বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্ন স্থানে আইসোলেশনে আছেন। জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় মারা গেছেন দুজন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নবীনগরে একই পরিবারের ১০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর একটি মেডিকেল টিমকে সে গ্রামে পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহসহ পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজনীয ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় বাসিন্দারা জানান, জাফরপুর গ্রামে একই পরিবারে এক সাথে ১০ জন করোনা রোগীর সন্ধান পাওয়া যাওয়ার পর সে গ্রামের বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ১২শ ভোটার ও অন্তত ৩ হাজার জনসংখ্যা অধ্যুষিত গ্রামটি লক ডাউন ব্যাপারে প্রশাসনিক আলোচনা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় জেল সুপার ও ডেপুটি জেলারসহ কারাগারের ছয়জন কর্মকর্তা-কর্মচারী হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন