বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ২১ জুলাই সন্ধ্যা ৭টায় প্রাঙ্গণেমোর-এর ৯ম প্রযোজনা ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটি মঞ্চায়িত হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। বাংলাদেশে দলীয় পর্যায়ে রবীন্দ্রনাথের নাটকের নিয়মিত চর্চার প্রথম প্রয়াস ‘প্রাঙ্গণেমোর’। এই নাট্যদলের কার্যক্রম বাংলাদেশে নিয়মিতভাবে রবীন্দ্র নাট্যচর্চার ক্ষেত্রে নতুন প্রাণ সঞ্চার করেছে এ কথা আজ বাংলাদেশের নাট্যাঙ্গণে স্বীকৃত সত্য। ‘প্রাঙ্গণেমোর’ ইতিমধ্যে ৪টি রবীন্দ্র নাটক মঞ্চে এনেছে যা দেশ ও দেশের বাইরে দর্শক নন্দিত হয়েছে। ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত। নূনা আফরোজ নাটকটি নির্দেশনার পাশাপাশি এর পোশাক ও মঞ্চ পরিকল্পনা করেছেন। সঙ্গীত পরিকল্পনায় রামিজ রাজু ও আলোক পরিকল্পনায় তৌফিক রবিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন