অভি মঈনুদ্দীন : লাকী আখন্দের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। ব্যয়বহুল চিকিৎসার মতো সামর্থ্য তার এখন নেই। এজন্য তিনি প্রধানমন্ত্রী ও তার ভক্তদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় লাকী আখন্দ এ প্রতিবেদককে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি এবং সম্মানও করি। এর আগে আমার চিকিৎসায় ব্যাংককে থাকাকালীন পাঁচ লাখ টাকা দিয়ে সহযোগিতা করেছিলেন। তিনি আমাকে মনে রেখে সহযোগিতা করেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আমি প্রধানমন্ত্রীর কাছেই আমার চিকিৎসার জন্য আবারো সহযোগিতা চাইছি। পাশাপাশি আমার ভক্তদেরও সহযোগিতা কামনা করছি। তাদের এ সহযোগিতাকে মনে করব আমার বিপদে পাশে দাঁড়িয়েছেন।’ এদিকে দু’একদিনের মধ্যেই লাকী আখন্দ’কে কেমোথেরাপি দেয়া হবে। এটা যথেষ্ট ব্যয়সাপেক্ষ। লাকী আখন্দকে সহযোগিতা পাঠানো যাবে খঁপশু অধশযধহফ,, অপপড়ঁহঃ ঘঁসনবৎ ১৬২.১০১.১৩৭৩৬৯ উঁঃপয ইধহমষধ ইধহশ এই অ্যাকাউন্ট নাম্বারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন