বিনোদন ডেস্ক : ইমরানের সুর ও সঙ্গীতে একটি গানে একসাথে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও ন্যানসি। ‘একি মায়া’ শিরোনামের গানটি লিখেছেন ¯েœহাশীষ ঘোষ। গানটি ন্যানসির অ্যালবাম ‘ন্যানসি উইথ স্টারস’-এর জন্য করা হয়েছে। গত ঈদে বাজারে আসার কথা ছিল অ্যালবামটি। বিভিন্ন জটিলতার কারণে প্রকাশিত হয়নি। গানটি প্রসঙ্গে বাপ্পা বলেন, ইমরানের সুরে প্রথমবার গাইলাম। গানটির সুর বেশ পছন্দ হয়েছে। আর ন্যানসির কণ্ঠ নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। ন্যানসি বলেন, বাপ্পা দা একজন গুণী শিল্পী। তার কণ্ঠ আমার অ্যালবামে নতুন মাত্রা যোগ করেছে। ইমরান বলেন, বাপ্পা দার জন্য সুর করতে গিয়ে একটু নার্ভাস ছিলাম। যে সুরটি করি তা দাদা পছন্দ করেছেন এটাই বড় পাওয়া। এছাড়া ন্যানসি আপুও অনেক ভালো গেয়েছেন। উল্লেখ্য, ‘ন্যানসি উইথ স্টারস’-এ ন্যানসির সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, ইমরান ও মিনার। প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস জানায়, চলতি মাসের শেষদিকে অ্যালবামটি বাজারে আসবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন