স্টাফ রিপোর্টার : বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর গাওয়া গান থেকে বাছাই করে ৪৫টি গান নিয়ে প্রকাশিত হচ্ছে অ্যালবাম ‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’। গানগুলো চারটি সিডিতে প্রকাশ করবে বাংলা ঢোল। এ প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, অর্ধশতাব্দীর বেশি সময় ধরে কত গান গেয়েছি হিসেব রাখিনি। বাণিজ্যিক রেকর্ডের অভাবে ষাট, সত্তর ও আশির দশকে বেতার-টেলিভিশনে গাওয়া অনেক জনপ্রিয় গান হারিয়ে গিয়েছে। সংকলনটিতে সেইসব গান থেকে কিছু গান নতুন করে গাইলাম, সেইসঙ্গে চলচ্চিত্রের কিছু গান। এগুলো কোনো অ্যালবামে স্থান পায়নি। আর পূর্বে প্রকাশিত কিছু গানও এতে সন্নিবেশিত হবে। তিনি বলেন, এটি হবে আমার সঙ্গীত জীবনের খ- একটি দলিল। কিছু গানে সঙ্গীতায়োজন অপরিবর্তিত রাখা হয়েছে। বাকি গানে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন কলকাতার রকেট ম-ল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন