প্রায় দেড় মাসের বেশি সময় ধরে ঘরে থাকছি। নিজেকে বন্দি করে রেখেছি। এমনকি দরজা থেকে বের হইনা, বাসার লিফটেও উঠিনা। বাসার মধ্যেই স্টুডিও সেখানেই সময় কাটে। সিনেমা দেখি, টিভিতে খবর দেখি। কথাগুলো বললেন, সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। তিনি বলেন, এখন রোজা রাখছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি। আগে কনসার্ট, রেকর্ডিংয়ের (প্লেব্যাক) ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হতো। এখন পুরোপুরি বিশ্রাম পাচ্ছি। এতে ভীষণ স্বস্তি লাগছে। পরিরবাকে অনেক সময় দিতে পারছি। আগে তো ঘুম থেকে উঠেই বেরিয়ে যেতাম। রাত করে ঘরে ফিরতে হতো। কিন্তু এখন সারাদিন সবাই একসঙ্গে থাকছি। পরিবারের কাজে নিজেকে রাখতে পারছি। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বাসায় থাকতে পারছি বলেই নতুন নতুন অনেক কাজ করছি। আগে বিভিন্ন কোম্পানির কাজ থাকতো সেগুলো করতে হতো। প্লেব্যাক থাকতো। নিজের জন্য কাজ কম করা হতো। এখন এমন কিছু কাজ করছি সেগুলো একেবারে নিজের জন্য। প্রচুর অনুশীলন করতে পারছি। নিজের কাজগুলো সময় নিয়ে করতে পারছি। দেশের পরিস্থিতি ভালো হলে এই কাজগুলো নিয়ে হাজির হতে পারবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন