শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁদপুর রাজরাজেশ্বরের দুধর্ষ ডাকাতি : গৃহবাসী ৩ জন গুরুতর জখম

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:৫৮ পিএম

চাঁদপুর সদর প্রমত্তা মেঘনার পশ্চিম পাড় রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর মিয়াজী বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।বুধবার ৬ মে রাত ১২টার পর এ ঘটনা ঘটে।

ডাকাতদল একই পরিবারের ৩ সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারত্মকভাবে আহত করেছে। গুরুতর আহতদের চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতাল ভর্তি হয়েছে।

আহতরা হলো মিয়াজী বাড়ির মকবুল মিয়াজী, ছেলে শুকুর আলী মিয়াজী ও স্ত্রী ইসমতরা বেগম। আহত ৩জনের অবস্থায়ই গুরুতর।

আহতরা জানায়, বুধবার রাত আনুমানিক ১২টার দিকে ১০-১২জনের ডাকাতদল মিয়াজি বাড়িতে প্রবেশ করে । ঘরে ঢুকে ৭টি গরু, নগদ ২ লাখ ১০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ সময় শব্দ শুনে ঘুম ভাঙলে ডাকাতদের দেখে ডাক চিৎকার শুরু করলে পরিবারের ৩ সদস্য কে এলোপাথাড়ি দেশিয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরে ডাকাতদল মালামাল নিয়ে পালিয়ে যায়।

মকবুল মিয়াজীর ছেলে শুকুর আলী মিয়াজী (৪০) বলেন, আমি ডাকাতের অনেককে চিনতে পেরেছি। তারা আমার পাশের এলাকার। আমি তাদের হাতে থাকা বড় বড় দা ছেনি দেখে ভয়ে চুপ করে থাকি। ডাকাতদল চলে গেলে আশপাশের লোকজন খবর পেয়ে রাত ২টার আমাদের উদ্ধার করে ট্রলারযোগে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে।

তিনি আরো বলেন, ডাকাত দলের মধ্যে যাদেরকে চিনতে পেরেছি তারা হলো- কুদ্দুস আলী মাল ( ৩২), হাছান আলী মাল (৩০), রমিদ আলী মাল (৪০), ইউসুফ আলী প্রধানিয়া (৩৫), মোহামদ আলি প্রধানিয়া (৩০), মোস্তফা প্রধানিয়া (৫০), ফারুক প্রধানীয়া (৩৫) মরু খান, আজমীর শরীফ প্রধানীয়াসহ ১০-১২জন।

আহত শুকুর আলী মিয়াজী বলেন, আমরা ডাকাতির বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী জানান, রাতের আঁধারে যারা একটি নীরিহ পরিবারের উপর এ ধরনের হামলা চালিয়েছিল তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন