স্টাফ রিপোর্টার : বাংলাদেশের কোনো নায়ক এমন কাজ করেননি। নিজ থেকে সিনেমার শুটিংয়ের খবর জানিয়ে সাংবাদিকদের মেইল করার এমন ঘটনা বিরলই বটে। নায়ক বাপ্পি চৌধুরী এই বিরল ঘটনা ঘটিয়েছেন। অনন্য মামুনের পরিচালনাধীন ‘আমি তোমার হব’ নামে একটি সিনেমায় বাপ্পী অভিনয় করছেন। এ খবর জানিয়ে তিনি একটি মেইল সাংবাদিকদের পাঠান। মেইলে তিনি সিনেমাটির সংক্ষিপ্ত বিবরণও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এ সিনেমায় তার সাথে জুটি হয়েছেন বিদ্যা সিনহা মিম। সিনেমার ধরন সম্পর্কে বলেন, এটি একটি কমেডি, রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের সিনেমা। সিনেমাটির শুটিং করতে ১০ দিনের জন্য গতকাল নেপালে যাওয়ার কথাও জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এটি হবে তার ক্যারিয়ারের মোড় ঘোরানো একটি সিনেমা। কাজটি যাতে ভালোভাবে করতে পারেন, এজন্য তিনি সবার শুভকামনা প্রত্যাশা করেছেন। সাংবাদিকদের সহযোগিতাও বিশেষভাবে প্রত্যাশা করেছেন। পাশাপাশি এ কথাও লিখেছেন, সিনেমাটির যাবতীয় আপডেট সংবাদ তিনি মেইলের মাধ্যমে জানাবেন। বাপ্পীর এই উদ্যোগ নিশ্চিতভাবেই ব্যতিক্রমী এবং সাধুবাদযোগ্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন