শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনায় আক্রান্ত হয়ে চমেক হাসপাতালের সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তার মৃত্যু, আনোয়ারায় দাফন

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ৮:৪৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আশরাফ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) ভোর ৬ টায় নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বুধবার দুপুরে নিহতের নিজ বাড়ী উপজেলার চাতরী গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজার নামাজ শেষে ফটিকছড়ি নানুপুর মাদ্রাসার লোকজন ও স্বজনরা দাফন সম্পন্ন করে। তবে আনোয়ারা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কাউকে দাফনের উপস্থিত থাকতে দেখা যায়নি।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আশরাফ উদ্দিন অসুস্থ হয়ে গত ৩১ এপ্রিল নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে করোনা উপসর্গ নিয়ে ৬ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করার পর তার নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়। বুধবার ভোর ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশরাফ উদ্দিন উপজেলার চাতরী ইউনিয়নের বারিশ মোল্লার বাড়ীর মরহুম আবদুল খালেকের পুত্র। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তার পদ থেকে অবসর গ্রহণ করে পরিবার পরিজন নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করেন। তার স্ত্রী ও ৫ কন্যা সন্তান রয়েছে বলে জানা যায়।

এদিকে আশরাফ উদ্দিনের নগরীতে মৃত্যু হলেও দাফনের জন্য উপজেলার নিজ গ্রামে তার মরদেহ এলাকায় নিয়ে আসার খবর প্রশাসনকে জানালেও দাফনের সময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কাউকে উপস্থিত থাকতে দেখা যায়নি।

চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াছিন হিরু জানান, করোনা আক্রান্ত ব্যক্তির নিজ বাড়ীতে দাফনের কথা উপজেলা প্রশাসনকে জানিয়েছি। তার জানাজা ও দাফন কাজ ফটিকছড়ি নানুপুর মাদ্রাসার লোকজন ও স্বজনেরাই করেছে। এলাকার কেউ ছিলনা।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, করোনায় আক্রান্ত ব্যক্তির লাশ নিয়ে আসার খবর এলাকার লোকজন জানিয়েছে। জানাজা ও দাফনের সময় স্বজন ছাড়া আর কেউ ছিলনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন