বিনোদন ডেস্ক : রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েজ’ সেরা ছয়ে স্থান করে নেওয়া আফরোজা পবলী স্বনামে একটি একক অ্যালবাম বাজারে এসেছে। বেশকিছু মিশ্র অ্যালবামেও জনপ্রিয় কিছু গান শ্রোতাদের উপহার দিয়েছেন। এবার তিনি শ্রোতাদের জন্য বেশকিছু ভিন্ন ধরনের গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন। এ প্রসঙ্গে বেলী বলেন, একটু ভিন্ন ধাঁচের মিডজিক ভিডিও নিয়ে হাজির হব এবার। এরমধ্যে ‘কত আর পোড়াবো’ শিরোনামের একটি গানের ভিডিও হয়েছে। গানটির কথা ও সুর করেছেন কলকাতার প্রীতম। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইয়ামিন এলান। রাঙ্গামাটি ও কক্সবাজারের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এর বাইরে চাটগাঁয়ের ভাষার একটি গানের ভিডিও খুব শিগগিরই দর্শক দেখতে পাবেন। খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলে ‘কত আর পোড়াবো’ গানটির ভিডিও প্রচার হবে। উল্লেখ্য, বেলী এরইমধ্যে 'রাঙামন', ‘প্রবাসীর প্রেম’ ‘উতলা মন’, ‘মাটির পিঞ্জিরা',‘ভালোবাসা সীমাহীন’, ‘নগরমাস্তান’, ‘কার্তুজ’, ‘সর্বনাশা ইয়াবা’, ‘বুলেট বাবু’, ‘অন্তর জ্বালা’ নামে বেশকিছু সিনেমায় প্লেব্যাক করেছেন। প্লেব্যাক ও নতুন মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত থাকা এই শিল্পী শ্রোতাদের সামনে নতুন লুকে হাজির হবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন