এক সময়ের বিখ্যাত সেলিব্রিটি চ্যাট শো ‘রান্দেভ্যু উইথ সিমি গারেওয়াল’-এর উপস্থাপিকা সিমি গারেওয়াল ছোট পর্দায় একটি নতুন অনুষ্ঠান নিয়ে ফিরছেন। আগের মত এই অনুষ্ঠানেও অভিনেত্রীটি তারকাদের সঙ্গের তাদের একান্ত জীবন নিয়ে আলাপ করবেন।
যতটুকু জানা গেছে, তার এই অনুষ্ঠানটি শুরু হবে আগামী বছর জানুয়ারিতে। কোন চ্যানেলে এটি প্রচার হবে জানা যায়নি।
সিমি গারেওয়াল ১৯৬২ থেকে ১৯৮৮ পর্যন্ত তার ক্যারিয়ারে ত্রিশের বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরে তিনি টিভিতে ‘রান্দেভ্যু উইথ সিমি গারেওয়াল’ এবং ‘ইন্ডিয়া’স মোস্ট ডিজায়ারেবল’ অনুষ্ঠানগুলো উপস্থাপনা করে জনপ্রিয়তা লাভ করেন।
অধিকাংশ সময় শ্বেতবসনে রুচিশীল ফ্যাশন এবং কোমল ও সুভাষী হিসেবে তার খ্যাতি আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন