বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঢাকায় ঢুকতে ও বের হতে লাগবে ‘বিশেষ’ পাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০২০, ১:০৩ পিএম

ঢাকায় ঢুকতে এবং ঢাকা থেকে বের হতে হলে মুভমেন্ট পাশ লাগবে। উদ্ভূত প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইনে আবেদনের মাধ্যমে যথোপযুক্ত কারণ দেখিয়ে বাইরে যাবার সুযোগ খোলা রাখছে বাংলাদেশ পুলিশ।
https://movementpass.police.gov.bd ঠিকানায় গিয়ে আবেদনের মাধ্যমে পাস সংগ্রহ করা যাবে। উক্ত লিংকে ঢুকে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে।
মুভমেন্ট পাস ক্লিক করে মোবাইল নাম্বারটি প্রবেশ করাতে হবে। অতঃপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে পাস এর জন্য আবেদন করা যাবে।

মুভমেন্ট পাস প্রয়োজনীয় তথ্য-
১. যে থানা এলাকা থেকে যাবেন
২. যে থানা এলাকায় যাবেন
৩. আপনার নাম
৪. লিঙ্গ
৫. বয়স
৬. ভ্রমণের কারণ
৭. পাস ব্যবহারের তারিখ ও সময়
৮. পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়

৯. পরিচয় পত্র
১০. নিজস্ব গাড়ি কি
১১. আপনার ছবি
যে সকল কারণে বাইরে যাওয়া যাবে
১. মুদি মালামাল কেনাকাটা
২. কাঁচা বাজার
৩. ঔষধ ক্রয়
৪. চিকিৎসা
৫. চাকরি
৬. কৃষিকাজ
৭. পণ্য পরিবহন
৮. পণ্য সরবরাহ
৯. ত্রাণ বিতরণ
১০. পাইকারি/খুচরা ক্রয়
১১. পর্যটন
১২. মৃতদেহ সৎকার
১৩. ব্যবসা
১৪. অন্যান্য
পরিচয় পত্র হিসেবে কী কী ব্যবহার করা যাবে?
১. জাতীয় পরিচয় পত্র
২. ড্রাইভিং লাইসেন্স
৩. পাসপোর্ট
৪. জন্ম নিবন্ধন
৫. স্টুডেন্ট আইডি
আপনাকে প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুইটি আলাদা পাসের আবেদন করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
imran ২১ মে, ২০২০, ২:৫৩ পিএম says : 0
ওয়েন সাইটে তো ঢুকা যায় না
Total Reply(0)
মারুফ ২১ মে, ২০২০, ৭:৩৪ পিএম says : 0
এটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। আর সহজ কিছু চিন্তা করা দরকার।
Total Reply(0)
মারুফ ২১ মে, ২০২০, ৭:৩৪ পিএম says : 0
এটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। আরও সহজ কিছু চিন্তা করা দরকার।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন