আজ শুক্রবার সকালে ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী উত্তর পাড়ায় ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে আবদুল বারী মালিথা (৫৫) নামের এক চাল কলের ড্রাইভার মারাগেছে।
সে ভাড়ইমারী স্কুল পাড়ার মৃত হারেজ উদ্দীনের ছেলে। গত বুধবার শুরু হওয়া সুপার সাইক্লোন আম্পানের আঘাতে উত্তরপাড়ায় পল্লী বিদ্যুৎ এর ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যাওয়ায় আজ সকালে নুর আমীন প্রামানিকের ছেলে পিয়াস তাকে তার জোড়া লাগিয়ে বাড়ির বিদ্যুৎ সংযোগ সচল করার জন্য নিয়ে যায়। বিদ্যুৎ লাইন সংযোগের কাজ করার সময় উক্ত বারী তারে জড়িয়ে যায়। স্হানীয় লোকজন তাকে বাঁশ দিয়ে আঘাত করে বিদ্যুৎ লাইনের তার থেকে বিচ্ছিন্ন করে মুমূর্ষু অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে ঈদের প্রাক্কালে দুই সন্তানের জনক বারীর আকশ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানাগেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন