শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে ২৪ পুলিশসহ আক্রান্ত আরো ১৬৬ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মে, ২০২০, ৯:১৯ এএম | আপডেট : ৯:২৬ এএম, ২৪ মে, ২০২০

চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়েই চলেছে।

গত ২৪ ঘণ্টায় আরও ১৬৬ জনের নমুনায় কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৪৬ জন চট্টগ্রাম মহানগরীর এবং ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য আছেন।

শনিবার রাতে চট্টগ্রামের তিনটি ও কক্সবাজারের একটি ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফল নিয়ে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়, ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ৬২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৬ জন চট্টগ্রাম নগরীর এবং ছয়জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯০ জন চট্টগ্রাম নগরীর এবং আটজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষা হয়েছে। তবে সেখানে কোনো নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ১৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

যেসব উপজেলায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, সেগুলোর মধ্যে লোহাগাড়া ও পটিয়া উপজেলায় দুজন করে, সীতাকুণ্ডে ছয়জন, সাতকানিয়ায় চারজন, রাঙ্গুনিয়ায় তিনজন এবং আনোয়ারা, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় একজন করে আছেন।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে শিল্প পুলিশের নয়জন, জেলা পুলিশের ১২ জন এবং সিএমপির তিনজন রয়েছেন।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ১ হাজার ৬৪৫ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন