শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার আক্রান্ত সাবেক পাকিস্তানি ওপেনার

করোনাভাইরাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২০, ৭:২৩ পিএম

এক সময় পাকিস্তানের নিয়মিত টেস্ট ওপেনার ছিলেন তৌফিক ওমর। ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন পাকিস্তানের হয়ে। সাবেক হয়ে যাওয়া এই ক্রিকেটার আক্রান্ত হয়েছেন নভেল করোনাভাইরাসে।

রোববার ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়, পরীক্ষায় তৌফিকের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তবে হালকা মাথা ব্যথা ছাড়া তেমন কোন উপসর্গ নেই তার।

পাকিস্তানের হয়ে  ৪৪টি টেস্ট খেলেছেন বাঁহাতি তৌফিক। তাতে ৩৭.৯৮ গড়ে ২ হাজার ৯৬৩ রান তার। ৭ সেঞ্চুরির সঙ্গে আছে ১৪টি ফিফটি।

২০০১ থেকে ২০১১ পর্যন্ত ওয়ানডে খেলেছেন ২২টি। মূলত টেস্টের জন্যই বিবেচিত তৌফিকের টেস্ট অভিষেক ২০০১ সালে মুলতানে বাংলাদেশের বিপক্ষে। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সব শেষ পাকিস্তানের হয়ে খেলতে দেখা গেছে তাকে।

বর্তমানে পাকিস্তান জুনিয়র ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করা ৩৮ বছর বয়েসী সাবেক এই ওপেনার নিজ বাড়িতেই থাকবেন সেলফ আইসোলেশনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন