রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৮ জুন ফিরছে লা লিগা

করোনাভাইরাসের প্রভাব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২০, ৮:০৪ পিএম

আগামী ৮ জুন থেকে লা লিগা ফেরার অনুমতি দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস।

স্পেনের শীর্ষ লিগের প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস অবশ্য এর আগে ১২ জুন লিগ শুরুর সম্ভাব্য তারিখের কথা বলেছিলেন। লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়নি।

শনিবার দেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা ফেরার সম্ভাব্য তারিখ ঘোষণা করেন সানচেস, ‘যা করা উচিত ছিল, স্পেন তাই করেছে এবং এখন সবার জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সময় এসেছে অনেক দৈনন্দিন কর্মকান্ডগুলো ফিরিয়ে আনার। আগামী ৮ জুন, লা লিগা ফিরবে।’

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে গত ১২ মার্চ স্থগিত হয়ে যায় লা লিগা। প্রায় দুই মাসের ঘরবন্দি জীবন শেষে গত ৮ মে থেকে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনে ফেরা শুরু করে লা লিগার দলগুলো।

গত সপ্তাহ থেকে গ্রুপ অনুশীলন শুরু করে দলগুলো। তবে এক সঙ্গে সর্বোচ্চ ১০ জন অনুশীলন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

ওই একই দিন থেকে স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবলও ফিরতে পারবে।

স্পেনের কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় তিন মাস বিরতির পর সেভিয়া ও রিয়াল বেতিসের মধ্যে ম্যাচ দিয়ে লা লিগা মাঠে ফিরবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন