শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টাঙ্গাইলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত ও দুইজন আহত

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০২০, ১১:১৫ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের নগর জলফৈ এলাকায় আজ রবিবার (২৪.০৫.২০২০)দুপুর দেড়টায় বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে এক মোটর সাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হযেছে। নিহত চালকের নাম আজিম উদ্দিন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার সরকার পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, ভাড়ায় চালিত একটি মোটর সাইকেল(ঢাকা মেট্রো-ল-১৩-৪১৯৩) সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ঢাকার জিরানী বাজার যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফৈই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে ৩ জন মারাত্বকভাবে আহত হয়। সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি টিম ৩ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যম্বুলেন্স যোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেলের চালককে মৃত ঘোষনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন