শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পানিতে দাঁড়িয়েই ঈদের নামাজ আদায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২০, ২:৪০ পিএম

কোমর পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন কয়রার মানুষ। ‘আম্পানে’ মারাত্মক ক্ষতি হয়েছে খুলনার কয়রা উপজেলার। ঘূর্ণিঝড়ে এই উপজেলার ১২১ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ২১ জায়গায় ৪০ কিলোমিটারের অধিক বাঁধ ভেঙে গেছে। বাঁধ নির্মাণে আজ সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিনও কাজ করছেন উপজেলার হাজারো মানুষ। শুধু তাই নয়, পানিতে দাঁড়িয়েই ঈদের নামাজও আদায় করেন তারা।

পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায়ে ইমামতি করেন কয়রা উপজেলার সাবেক চেয়ারম্যান তমিজ উদ্দিন। এরপর আবারও ক্ষতিগ্রস্থ বাঁধ নির্মাণে অংশ নেন উপজেলার এসব মানুষ।

জানা গেছে, গত ২০ মে আম্পানের তাণ্ডবলীলায় নদী ও সমুদ্রের নোনা জলে বিলীন হয়ে গেছে এ অঞ্চলের মানুষের জনজীবন। বাঁধ ভেঙে অস্বাস্থ্যকর দূষিত নোনা পানির তলে অবস্থান করছে উপজেলাটির ছয়টি ইউনিয়নের প্রায় ৬২টি গ্রাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃআরিফুল ইসলাম ২৬ মে, ২০২০, ২:২৮ পিএম says : 0
ইয়া রাব্বুলআ'লামিন, রাহমাতাল্লিলআ'লামিন(সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উঁনার ওছিলায় দুনিয়া বাসীকে হেফাজত করেন। আমিন। নারায়ে তাকবির আল্লাহুআকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দ্বীন ইসলাম জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জাময়াত জিন্দাবাদ সিলসিলায়ে ফুরফুরা জিন্দাবাদ।সালামাবাদ দরবার শরীফ জিন্দাবাদ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন