সরকার ঘোষিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রায় প্রতিটি মসজিদে সামাজিক দূরত্ব মেনে ঈদ-উল ফিতর পালিত হয়েছে।
উপজেলা ঘুরে জানা গেছে, প্রতিটি গ্রামের মসজিদে ঈদ-উল ফেতর পালন করেছে ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা। টানা ১মাস সিয়াম সাধনার মধ্যদিয়ে রোজা রেখেছিল মুসলিম ভাই ও বোনেরা। সেই সাথে বিদায় নিল রমজান। ৩০ টি রোজা শেষে ঈদ-উল ফিতর পালিত হলো মসজিদে।
এদিকে উপজেলা কেন্দ্রীয় শাহী জামে মসজিদে একাধিক ঈদ-উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মসজিদ কমিটি থেকে জানা গেছে, প্রথম নামাজ সকাল সাড়ে ৮, দিতীয় জামায়াত সাড়ে ৯ টায় এবং তৃতীয় সাড়ে ১০টায় নামাজ আদায় করা হয়।
অপর দিকে জামায়াতের অনুসারিরা মানছেনা সামাজিক দৃরত্র্ব। এমন অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এপ্রসঙ্গে এক মুসল্লির কাছে জানতে চাইলে তিনি বলেন,বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে। শুধু মসজিদে নামাজের বেলায় সামাজিক দূরত্ব মানতে হবে কেন?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন