বিনোদন ডেস্ক : নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা কামাল রাজের পরিচালনায় নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক চৌধুরী অ্যান্ড সন্স। এতে অভিনয়ে করছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু, জোবান, নীলা, নাদিয়া নদী, নবী, রাজু, ড. ইনামুল হক, দিলারা জামান প্রমুখ। এটি এটিএন বাংলায় প্রচারের জন্য নির্মিত হচ্ছে। এর গল্পে দেখা যাবে, রাজিন ও ঊষা, দুইজন চাচাত ভাইবোন। রাজিনের সাথে ঊষার সম্পর্ক সাপে নেউলে। একান্নবর্তী পরিবার, ছোট থেকেই এক সাথে মানুষ দুজন। একটা সময় ছিল রাজিন ঊষার ঝগড়া আর মারামারি থামাতে হিমশিম খেত দাদা-দাদি। এখন কিছুটা কমেছে। তবে এখনো সুযোগ পেলে কেউ কাউকে ল্যাং মারতে ছাড়ে না। ঊষা খুব মেধাবী ছাত্রী, কলেজের ফাস্ট গার্ল। বরাবর পরীক্ষায় প্রথম হয়। আর কলেজের সবচেয়ে উড়নচন্ডী ছেলেটি হচ্ছে রাজিন, প্রতিবারই পরিক্ষায় টেনে টুনে পাশ করে। এত বৈপরিত্যের পরেও তারা বেস্ট ফ্রেন্ড। একজন সারাদিন ঝগড়া করবে আরেকজনের সাথে আবার কথা না বলে থাকতেও পারে না। রাজিনের সাথে অন্য একটা মেয়ের সম্পর্ক ঊষা কিছুতেই মানতে পারছে না। রাজিনের পাশে অন্য একটা মেয়েকে কল্পনাও করতে পারছে না! এমন একটা গল্প নিয়ে ধারাবাহিকটি নির্মিত হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন