শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এফ এ সুমনের গানের সাফল্য

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক এফ এ সুমনের গাওয়া-ভিতর কান্দে, জাদুরে, মন মুনিয়া, দরদিয়া, ঘুম পাড়ানি বন্ধু, জানরে তুই, জানেরে খোদা জানে, রঙ্গিলা রে, বঁধুয়াসহ বেশ কিছু গান ইতোমধ্যে শ্রোতামহলে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। গত ঈদে তার প্রকাশিত গানের অ্যালবামের সংখ্যা ৫টি। ঈদের এই অ্যালবামগুলো থেকে তার বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে ‘রঙিন স্বপ্ন’, ‘ভাব কইরা তোর সনে’, ‘ও সখি’, ‘পিঞ্জর’ শিরোনামের গানগুলো বেশ সাড়া জাগিয়েছে। পাশাপাশি খুব অল্প সময়ের মধ্যে ইউটিউবেও রেকর্ড গড়েছে। এ প্রসঙ্গে এফ এ সুমন বলেন, আমার প্রতিটা কাজ খুব যতœ সহকারে করার চেষ্টা করি। তাই গানগুলো একটু সময় নিয়েই করেছি। ফলে গানগুলো শ্রোতাদের আকর্ষণ করেছে। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ এবং অভিভূত। তিনি বলেন, আমার গানগুলো শোনার পাশাপাশি যে এতো সংখ্যায় তারা দেখে তা ইউটিউব না দেখলে বুঝতে পারতাম না। ইউটিউবে আমার অফিসিয়াল ভিডিওগুলোর পাশাপাশি অনেক আন-অফিসিয়াল ভিডিও রয়েছে। যার একেকটা ভিডিও কয়েক মিলিয়নবার দেখা হয়েছে। উল্লেখ্য, মোবাইল কোম্পানিগুলোর ওয়েলকাম টিউন এবং রিংটোনের ‘শীর্ষ দশ’-এ রয়েছে সুমনের বেশ কয়েকটি জনপ্রিয় গান। বর্তমানে তিনি ব্যস্ত আছেন বেশ কিছু নতুন সিনেমার সংগীত পরিচালনা, লাইভ কনসার্ট ও পরবর্তী অ্যালবামের কাজ নিয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন