কক্সবাজার শহরে
করোনা আক্রান্ত হয়ে একদিনেই চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে, আরেকজন সদর হাসপাতালে নেয়ার পথে ও দুইজন কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।
এরা হলেন কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি মোহাম্মদ হাশেম, শহরের ২নং ওয়ার্ডের মধ্যম নুনিয়াছড়ার বাসিন্দা জয়নাল আবেদীন ওরফে জয়নাল কোম্পানি, শহরের পেশকার পাড়ার বাসিন্দা আবুল হাশেম (৫৫) ও শহরের এসএম পাড়ার শের আলীর স্ত্রী নুরুন্নাহার (৫৫)।
এ নিয়ে এ পর্যন্ত কক্সবাজার জেলায়
করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হলো।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন আবদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন ও স্থানীয় সুত্র এসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, আজকের (২৬ মে) ৪ জনসহ কক্সবাজার জেলায় এ পর্যন্ত ৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে কক্সবাজার শহরে ৭ জন, চকরিয়া উপজেলায় একজন ও রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে একজন মহিলা রয়েছেন। এদের মধ্যে ৭ জন পুরুষ ও দুইজন মহিলা রয়েছেন।
মন্তব্য করুন