শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার বিস্তারিত তথ্য জানতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনার থেকে মালয়েশিয়ায় ইনফাট্রাকচারাল ইউনিভার্সিটির উচ্চ শিক্ষার কি কি সুযোগ-সুবিধা, কি কি রিকোয়ারমেন্ট, লেখাপড়ার পাশাপাশি চাকরি করা যাবে কিনা, স্কলারশিপের সুযোগ আছে কিনা, টিউশন ফি কত, সব বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ মালয়েশিয়া স্ট্যাডি সেন্টার লিমিটেড। সেমিনার অনুষ্ঠিত হবে বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টারের হল রুমে।
ওহভৎধংঃৎঁপঃঁৎব টহরাবৎংরঃু কঁধষধ খঁসঢ়ঁৎ মালোয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে সবুজে ঘেরা এই ক্যাম্পাস। ওহভৎধংঃৎঁপঃঁৎব টহরাবৎংরঃু কঁধষধ খঁসঢ়ঁৎ বিশ্বের সনামধন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। এই ইউনিভার্সিটির রয়েছে ৫০টির বেশি আন্তর্জাতিক পুরস্কার। এই ইউনিভার্সিটিতে রয়েছে আকর্ষণীয় টিউশন ফি ওয়েভার। প্রতি বছর গড় রেজাল্ট যদি ৪.০০ এরমধ্যে ৩.৫ থেকে ৩.৭৫ হয় তাহলে টিউশন ফি থেকে দেয়া হয় ওয়েভার। বাংলাদেশ মালয়েশিয়া স্ট্যাডি সেন্টার লিঃ দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়ার ইউনিভার্সিটি ও টপ র‌্যাঙ্কিং এক্সিলেন্ট কলেজের প্রতিনিধি হিসাবে মালয়েশিয়ার ভর্তি ও ভিসা সাপোর্ট সেন্টার হিসাবে কাজ করছে। সেমিনার অনুষ্ঠিত হবে ৩০ ও ৩১ জুলাই। সেমিনার অনুষ্ঠিত হবে ই-৪ (৫ম তলা), বিটিআই সেন্ট্রাল প্লাজা, ৯৫ গ্রীন রোড, ফার্মগেট এই ঠিকানায়। সেমিনারে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করুন এই লিংকে- যঃঃঢ়://মড়ড়.মষ/ভড়ৎসং/গটঃচচড়অছন৬ অথবা িি.িনসংপষ.পড়স
ষ খলিলুর রহমান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন