শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পদ্মা সেতুতে বসল ৩০তম স্প্যান

শরীয়তপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ১২:০২ এএম

পদ্মা সেতুর ৩০তম স্প্যান সফলভাবে বসানো হয়েছে। এ স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুটির নির্মাণ কাজ আরেক ধাপ এগিয়ে গেল। গতকাল শনিবার ৩০ মে সেতুর জাজিরা প্রান্তে ২৬ ও ২৭ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। এতে পদ্মা সেতুর ৪ হাজার ৫০০ মিটার দৃশ্যমান হয়েছে। সেতুর মোট ৪২টি পিলারের ওপর স্থাপন করা হবে ৪১টি স্প্যান। মোট ৩০টি স্প্যান বসানো হলো। এতে আর বাকি ১১টি।
পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, স্প্যানটি জাজিরার সীমান্তবর্তী এবং সেতুটির মাঝামাঝি ২৬ ও ২৭ নম্বর পিলারে সকাল ৯টা ৩৭ মিনিটে সফলভাবে বসানো হয়েছে। তিনি জানান, গতকাল স্প্যানটির চুড়ান্ত রঙের কাজ, হ্যান্ড রেল, স্টেয়ার, ব্যালান্স লোড স্থাপনের কাজ সম্পন্ন হওয়ায় ভাসমান ক্রেনে করে এটি নিয়ে আসা হয় জাজিরা প্রান্তে। জাজিরার অংশে আর মাত্র ১টি স্প্যান বাকি আছে সেটি ২৭ ও ২৮ নম্বর পিলারের বসবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন