শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘প্লাস সাইজ’ শিল্পীদের জন্য ভূমি পেদনেকারের সন্তোষ

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

‘দাম লাগা কে হাইশা’ তারকা ভূমি পেদনেকার জানিয়েছেন মোটা বা প্লাস সাইজ অভিনয়শিল্পী আর মডেলরা এখন সমান ভালোবাসা আর মর্যাদা পাচ্ছে বলে তিনি সন্তুষ্ট।
সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় ফ্যাশন সপ্তাহে এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী অভিনেত্রীটি বলেন, “আমার মনে হয় আমাদের রুচি, আমাদের ফ্যাশন শিল্প এবং চলচ্চিত্র শিল্প বিস্ময়করভাবে বদলাচ্ছে। প্লাস সাইজ মেয়েরা আর ছেলেরা যথেষ্ট মর্যাদার সঙ্গে গৃহীত হচ্ছে। আমি স্রষ্টাকে এজন্য ধন্যবাদ দেই যে আমাদের এখন আর বাহ্যিক রূপ দেখে যাচাই করা হচ্ছে না।”
“ব্যাপারটা বিস্ময়কর যে, এখন কয়েকজন আন্তর্জাতিক পপ তারকা আকারে স্থূল হওয়ার পরও সমান সুন্দর আর আকর্ষণীয় হিসেবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। অবাক লাগে যে প্লাস সাইজ মেয়েদের জন্যও এখন ফ্যাশনসামগ্রী সহজলভ্য। আমি যদিও ‘প্লাস সাইজ’ কথাটি পছন্দ করি না, তবে এই কথাটি দিয়েই মানুষের কাছে পরিচয় সহজভাবে দেয়া যায়। এটি দারুণ এবং স্বাগত গ্রহণ করার মতো একটি পরিবর্তন,” ভূমি বলেন। অভিনেত্রীটি এখন তার প্রথম চলচ্চিত্র ‘দাম লাগা কে হাইশা’র তুলনায় অনেক কৃশকায়। তিনি কীভাবে ওজন কমিয়েছেন তারও ব্যাখ্যা দিয়েছেন।
“সতর্কতার সঙ্গে খেতে হবে আর ব্যায়াম করা গুরুত্বপূর্ণ। এই মৌলিক কথাগুলোই আমাদের বলা হয়। আর এটিই কার্যকর। সুতরাং চেয়ার ছাড়ুন জিমে যান আর ভালো খাবার খান,” তিনি আরো বলেন।
ফ্যাশন সপ্তাহে ভূমি শীর্ষ ডিজাইনার অনিতা ডংরে’র সঙ্গে ছিলেন এবং তার পোশাক পরেছিলেন।
অভিনেত্রীটি বর্তমানে তার প্রথম চলচ্চিত্রে নায়ক আয়ুষ্মান খুরানার বিপরীতে মানমার্জিয়া চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন