শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আড়ং ডেইরী-চ্যানেল আই বাংলার গানের প্রথম আসরের চ্যাম্পিয়ন শারমীন

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দীর্ঘ ছয়মাস অক্লান্ত পরিশ্রমের পর চূড়ান্ত লড়াইয়ে সাত প্রতিযোগী থেকে আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান-এর প্রথম আসরের চ্যাম্পিয়নের মুকুট পড়ে নিলো ময়মনসিংহ’র শারমীন। রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত শুক্রবার সন্ধ্যায় জমকালো আয়োজনে টান টান উত্তেজনার মধ্য দিয়ে মন মাতানো পারফরম্যান্স, দর্শকদের এসএমএস ভোট আর বিচারকদের রায়ে চ্যাম্পিয়নের মুকুট জয় করে এই প্রতিযোগী। পুরস্কার হিসেবে ঝলমলে মুকুটের পাশাপাশি তার হাতে তুলে দেয়া হয়েছে পুরস্কারের অর্থমূল্য নগদ দশ লাখ টাকার চেক। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মো. খায়রুল ইসলাম (ফরিদপুর)। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন পাঁচ লক্ষ টাকার চেক এবং দ্বিতীয় রানারআপ (যৌথভাবে) হয়েছেন অনন্যা ইয়াসমিন অংকন (চাঁপাইনবাবগঞ্জ) ও আল-আমিন আলী (রাজশাহী)। তাদের হাতে তুলে দেয়া হয়েছে নগদ ৩ লাখ টাকার চেক। সারাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো প্রায় ৬০ হাজার প্রতিযোগী। এছাড়া ইউনিভার্সাল ফুড লি.-এর সৌজন্যে ‘স্বার্ণালী কণ্ঠ’র জন্য এক লক্ষ টাকার চেক পেয়েছেন ইলমা বিনতে বখতেয়ার (চট্টগ্রাম), ‘আলোকিত শিল্পী’র জন্য এক লক্ষ টাকার চেক পেয়েছেন মো. বিল্লাল হোসেন (ফরিদপুর) এবং ‘উজ্জ্বল তারকা’র জন্য এক লক্ষ টাকার চেক পেয়েছেন মো. নাজমুল হাসান (ফরিদপুর)। চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানারআপ পুরস্কারের অর্থমূল্য ছাড়াও আরো পেয়েছেন ইমপ্রেস এভিয়েশনের সৌজন্যে একটি রোমান্সকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগ, ইমপ্রেস অডিও ভিশন থেকে সিডি ও ডিভিডি প্রকাশ এবং ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ, আনন্দ আলো ও সাপ্তাহিক পত্রিকায় এক বছরের কাভারেজ ইত্যাদি। হেলিকপ্টার ভ্রমণ সুযোগের পুরস্কারটি তুলে দেন চ্যানেল আই এর পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন। বিজয়ীদের জন্য পুরস্কার ঘোষণা করেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই’র পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং পরিচালক মুকিত মজুমদার বাবু, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টার প্রাইজেস এর পরিচালক তৌফিকুর রহমান, ইউনিভার্সাল ফুড লি. এর ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসাইন, প্রতিযোগিতার প্রধান দুই বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ূব বাচ্চু, ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। এ সময় বিচারকদের সাথে গাওয়া সেরা-৭ এর একটি সিডি’র মোড়ক উন্মোচন করেন অতিথিরা। প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। প্রতিযোগিতাটি পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিজিল মির্জা। প্রতিযোগিতার প্রকল্প পরিচালক মো. মহিউদ্দিন খান মঈন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন