বিনোদন ডেস্ক : বেশ কয়েকটি ভালো ভালো চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী সুমনা সোমা। সর্বশেষ তিনি হুমায়ূন আহমেদ রচিত এবং বেলাল আহমেদ পরিচালিত ‘নন্দিত নরকে’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ২০০৭ সালে। এরপর সংসার এবং একমাত্র মেয়ে বর্ণমালাকে নিয়ে ব্যস্ত হয়ে উঠায় অভিনয় থেকে দূরে সরে ছিলেন। নয় বছর পর আবারো দুটি চলচ্চিত্রে অভিনয় করছেন সুমনা সোমা। দুটিই নির্মাণ করছেন পরিচালক আশরাফ শিশির। একটির নাম ‘আমরা একটি সিনেমা বানাবো’ এবং অন্যটির নাম ‘গোপন’। ‘আমরা একটি সিনেমা বানাবো’ নির্মিত হচ্ছে ইমপ্রেসে টেলিফিল্মের ব্যানারে। দুটি চলচ্চিত্রে কাজ করা নিয়ে সুমনা সোমা বলেন, ‘আমি মাঝে সংসার এবং সন্তান নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। এখন মেয়ে আমার একটু বড় হয়েছে। তাই আবারো অভিনয়ে সময় দিচ্ছি। আমার ইচ্ছে ছিলো ভালো গল্পের চলচ্চিত্রে কাজ করা। যে দুটি নতুন সিনেমাতে অভিনয় করছি দুটিরই গল্প খুব চমৎকার। আমরা একটি সিনেমা বানাবোর গল্প মুক্তিযুদ্ধের আগের এবং পরের। দুটিতে চলচ্চিত্রে কাজ করে আমি সন্তুষ্ট। আমি আশাবাদীও দুটি চলচ্চিত্র নিয়ে।’ সুমনা সোমা জানান এরইমধ্যে দুটি সিনেমার কাজ শেষ হয়েছে। শিগগরিই সোমা ওয়াহিদুজ্জামান ডায়ম-ের নির্দেশনায় নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন