শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রতিশ্রুতিশীল পিংকী

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : কিশোরগঞ্জ জেলার এক প্রতিশ্রুতিশীল শিল্পী জান্নাতুন্ নাঈম পিংকী। ২০১৩ সাল থেকে বাংলাদেশ বেতারে রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী হিসেবে গান করছেন। শিল্পসংস্কৃতির একাধিক অঙ্গনে বিচরণ থাকলেও মূলত সঙ্গীতই পিংকীর পরিচয়ের গন্ডিকে অনেক বড় করছে। আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় নিজের জেলায় বরারবরই প্রথম স্থান  অর্জন করেন তিনি। তাই  কিশোরগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত ডাক পান। চলতি বছরের শুরুর দিকে ৬৪টি জেলা নিয়ে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত বাংলাদেশ সাংস্কৃতি উৎসবে কিশোরগঞ্জ জেলাশিল্পকলা একাডেমির হয়ে ঢাকায় আসেন পিংকী। অনুষ্ঠানে অল্পসময় গান করেই সুরের আবেশে শ্রোতাদের মন ভরিয়ে দেন এই শিল্পী। ঢাকায় এসে দর্শক-শ্রোতাদের ভালবাসা পেয়ে পিংকী এখন অনেকটাই আত্মবিশ্বাসী। নিজের কণ্ঠকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে বর্তমানে একক গানের অ্যালবাম বের করার প্রস্তুতি নিচ্ছেন। কিশোরগঞ্জ জেলার সরকারি গুরুদয়াল কলেজ হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী পিংকী সঙ্গীত চর্চার পাশাপাশি ছবি আঁকেন, নিয়মিত ছড়া এবং কবিতা লিখেন। তার লেখা অনেক ছড়া-কবিতা বিভিন্ন ম্যাগাজিন, বই, ছড়াপত্র, দেয়ালিকাতে প্রকাশিত হচ্ছে নিয়মিত। ছোটবেলা থেকে গানের প্রেমে পড়েন পিংকি। ২০১০ সালে কিশোরগঞ্জ জেলাশিল্পকলা একাডেমি থেকে এ-প্লাস পেয়ে রবীন্দ্রসংগীত বিষয়ে কোর্স সম্পন্ন করেণ। পিংকির গানের ওস্তাদ প্রণয় কুমার দাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন