রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহিক শান্তি অধিদপ্তর

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আরটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক শান্তি অধিদপ্তর। নাটকটি রচনা করেছেন ফজলুল হক আকাশ ও পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। নাটকটি প্রচার হবে প্রতি শুক্র-শনি-রবিবার রাত ৮টা ২০ মিনিটে। নাটকে দেখা যাবে শান্তি অধিদপ্তর নামে কল্পিত এক অফিসকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই গল্প। মানুষের জীবনে শান্তি নিশ্চিত করার লক্ষ্যে শান্তি অধিদপ্তর নিয়মিত বিশুদ্ধ শান্তি উৎপাদন করে যাচ্ছে। সমস্যা হয়েছে শান্তি বিতরণ নিয়ে। শান্তির অভাবে সাধারণ মানুষ ভীষণ কষ্টে আছে। সামান্য একটু শান্তির জন্য মানুষ দিনের পর দিন শান্তি অধিদপ্তরের অফিসে এসে ধর্ণা দিচ্ছে, কিন্তু শান্তি পাওয়া যাচ্ছে না। যারা শান্তি নিয়ে কাজ করছে তারা প্রত্যেকেই অফিস ও পরিবার নিয়ে তীব্র অশান্তিতে আছে। শান্তি অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের ব্যক্তি ও পরিবারের বিচিত্র কর্মকা-ের হাস্যরসাত্মক উপস্থাপনা করা হয়েছে এই ধারাবাহিক নাটকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মনসুর, চিত্রলেখা গুহ, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, আ.খ.ম হাসান, ড.এজাজ, অহনা, ইশানা, সোনিয়া হোসেন, তারিক স্বপন, আহসানুল হক মিনু, অলিউল হক রুমি, নুসরাত ডায়না, দোলন দে, শামীম, ফরহাদ লিমন, ওয়াসিম যুবরাজ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন