রাজশাহী ব্যুরো : মহানগরীর মোল্লাপাড়া এলাকায় গতকাল গোসল করতে গিয়ে পানিতে ডুবে সায়লা খাতুন (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সায়লা ওই এলাকার শরীফুল ইসলামের মেয়ে। সে রাজশাহী প্রভাত বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুর ২টার দিকে শিশুটি বাড়ির কাছে একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে পুকুরের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন