শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা

মঠবাড়িয়া পৌরসভার উত্তর কলেজ রোড এলাকার নাসির উদ্দিন ফরাজীর শিশু সন্তান আসাদুল হকের (৫) গতকাল মঙ্গলবার সকালে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকালে আসাদুল খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সভা
‘হত্যা, সন্ত্রাস বা জঙ্গিবাদ ইসলামের শিক্ষা নয়, মানুষের কল্যাণ কামনাই ধর্ম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা আবুবকর সিদ্দিক (রা.) ইয়াতিমখানায় গতকাল মঙ্গলবার সকালে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি িিছলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন। কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির (কেজেআরসি) শিক্ষা ও স্পন্সরশিপ প্রধান ড. মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কেজেআরসি’র শিক্ষা ও স্পন্সরশিপ কর্মকর্তা আবুবকর সিদ্দিক প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন