নাটোর জেলা সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি গ্রামে পানিতে ডুবে রাব্বী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাব্বী রামাগাড়ি গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রেণীর ছাত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে রাব্বী স্কুল থেকে এসে বন্ধুদের সাথে খেলতে যায়। দীর্ঘ সময় পরেও সে আর ফিরে আসেনি। আশেপাশে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। পরে সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি পুকুরের পানিতে তার ভাসমান লাশ পাওয়া যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন