শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্প চুপ থাকুন

সিএনএন | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ১২:০০ এএম

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প নিজের ব্যর্থতার দায়ভার বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন।
যুক্তরাষ্ট্রে সহিংসতার আগুন ও লুটপাটের জন্য অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। আর তিনি নিজের ব্যর্থতাসহ উসকে দেয়ার মতো বেফাস মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করায় মুখ খুলেছেন এক ঊর্ধতন পুলিশ কর্মকর্তা।

আর্ট আচেভোদো নামের ওই পুলিশ কর্মকর্তা গত সোমবার বলেন, ‘কাউন্টির পুলিশ প্রধান হিসেবে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলছি, আপনার যদি গঠনমূলক কোনও কিছু বলার না থাকে, তাহলে অন্তত মুখটা বন্ধ রাখুন।’
গত ২৫ মে পুলিশি নির্যাতনের পর মারা যান জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। ঘাড়ে ও পিঠে ক্রমাগত হাঁটু দিয়ে চাপ দিয়ে রাখার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ওই আফ্রিকান-আমেরিকান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন