শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

খুলে দেয়া হয়েছে ইরান-তুরস্ক সীমান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ৯:৪১ পিএম

ইরান এবং তুরস্কের মধ্যকার বাজারগান সীমান্ত পয়েন্ট খুলে দেয়া হয়েছে। দীর্ঘ সাড়ে তিন মাস পর সীমান্ত দিয়ে দু'দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক ও লরি চলাচল শুরু হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর বাজারগান সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়া হয়।

বাজারগান কাস্টমস অফিসের মহা ব্যবস্থাপক সাদেক নামদার বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে সীমান্ত পয়েন্ট দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাস্টমস অফিসের মুখপাত্র রুহুল্লাহ লাতিফি জানান, ইরান ও তুরস্কের পক্ষ থেকে পদক্ষেপ নেয়ার পর গুরুত্বপূর্ণ এ সীমান্ত পয়েন্ট দিয়ে স্বাভাবিক লেনদেনের কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, এর আগে ইরান এবং তুরস্কের প্রেসিডেন্ট বাজারগান সীমান্ত খুলে দেয়ার গুরুত্ব নিয়ে টেলিফোনে কথা বলেছেন এবং তারা দুজনই যত শিগগিরি সম্ভব সীমান্ত খুলে দেয়ার ওপর জোর দেন।

মুখপাত্র লাতিফি জানান, বাজারগান সীমান্ত খুলে দেয়া হয়েছে এবং সীমান্ত পয়েন্ট দিয়ে ট্রাক ও লরি চলাচল শুরু হলেও করোনাভাইরাসের ব্যাপারে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে।

সূত্র: পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন