শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ তারিনের জন্মদিন

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আজ জনপ্রিয় অভিনেত্রী তারিনের জন্মদিন। জন্মদিনটি তিনি ঘরোয়াভাবেই পালন করবেন বলে জানান। তারিন বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়। নিজেও ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়েছি। তারপরও আমার পরিবারের সদস্যদের সাথে হয়তো বাইরে গিয়ে কোথাও একসঙ্গে সময় কাটাতে হতে পারে। এর বেশি কিছু করা সম্ভব হবে না। তবে আমি সবসময়ই ভক্ত-দর্শকের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমার আব্বু, আম্মু এবং আমার পরিবারের সবাইকে যেন ভালো রাখেন।’ এদিকে চ্যানেল আইয়ের ‘তারকাকথন’র অনুষ্ঠানে আজ ১২.৩০ মিনিটে তারিন অংশগ্রহণ করবেন। তারিন বলেন, ‘সবসময়ই চ্যানেল আই আমার জন্মদিন সেলিব্রেট করে আসছে। তাই অসুস্থতা নিয়েও হয়তো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবো।’ তারিনের জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা রইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
কাফী ২৩ জানুয়ারি, ২০১৮, ৬:১৭ এএম says : 0
আপনি খুব সুন্দর তাই আপনার জীবনটা চলুক আরো সুন্দর ভাবে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন