বিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল-আযহাকে সামনে রেখে মোহন খানের পরিচালনায়, আহসান আলমগীর ও মমর রুবেল-এর রচনায় ৪টি নাটক নিয়ে ডিএ তায়েব এখন কক্সবাজারে অবস্থান করছেন। নাটক চারটি হলো ফটোগ্রাফার, আর যেন দেখা না হয়, পিকুলিয়ার ও ভুত-অদ্ভুত। এই চারটি নাটকেরই মূল চরিত্রে অভিনয় করছেন ডিএ তায়েব। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন জাহিদ হোসেন শোভন, চৈতি, প্রিয়া আমান, রিমি করিম, মুক্তা এ্যাঞ্জেল, এলিজা, শফিকুল ইসলাম, রোজা, স্বপ্না, শামিম, শিপন ও টুটুলসহ আরো অনেকে। নাটকগুলো কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করা হচ্ছে। নাটক চারটি এটিএন বাংলা, চ্যানেল আই, আরটিভি ও বৈশাখী টিভিতে প্রচার হওয়ার কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন