শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পুলিশ বিভাগে সংস্কারের আশ্বাস যুক্তরাষ্ট্রে কারফিউ প্রত্যাহার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১২:০১ এএম

পুলিশের নির্মমতায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে আমেরিকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। তারই মধ্যে নিউইয়র্ক এবং শিকাগো কারফিউ তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির বিভিন্ন প্রদেশের প্রশাসনও মনে করছে, পুলিশ বিভাগে সংস্কার প্রয়োজন। পুলিশ বিভাগে সংস্কার করা হবে, জনতাকে সেই আশ্বাস দিয়েই রোববার নিউইয়র্ক এবং শিকাগোতে কারফিউ শিথিল করেছে প্রশাসন। এর আগে শনিবারও ওয়াশিংটন, আটলান্টা, মিনেপোলিসে কারফিউ শিথিল করা হয়েছিল। আমেরিকার মিনেপোলিসে গলায় পা দিয়ে জর্জ ফ্লয়েডকে হত্যা করেছিল সেখানকার পুলিশ। তারপর থেকেই দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। প্রথামিক ভাবে প্রতিবাদ হিংসাত্মক হলেও ক্রমশ তা শান্তিপূর্ণ চেহারা নেয়। শনি এবং রোববারেও দেশের প্রায় প্রতিটি শহরেই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। স্লােগানে উঠে এসেছে সেই পুরনো কথা, ব্ল্যাক লাইফ ম্যাটারস’। কৃষ্ণাঙ্গদের উপর নির্যাতনের নানা কথা নতুন করে উঠে এসেছে গত কয়েক দিনের আন্দোলনে। শুধু আমেরিকাতেই নয়, ইউরোপের বিভিন্ন দেশেও। বিক্ষোভকারীরা বার বার প্রতিবাদ জানিয়েছেন পুলিশি বর্বরতার। অভিযোগ, পুলিশ বিভাগের মধ্যে বর্ণবাদী মানসিকতা এখনও প্রবল। এপি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন